শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের ওপর পুলিশের জলকামান-লাঠিচার্জ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৫:৩১ PM আপডেট: ১৩.০১.২০২৫ ৫:৪১ PM
পুলিশের জলকামানের মুখে পড়ে সড়ক ছেড়েছেন আশুলিয়ায় আন্দোলনরত শ্রমিকরা। আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে পুলিশ জলকামান ব্যবহার করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। 

সকালে আব্দুল্লাহপুর-ডিইপিজেড-আশুলিয়া সড়কের নরসিংহপুর এলাকায় শারমিন গ্রুপের সাময়িক চাকরিচ্যুত কয়েক শতাধিক শ্রমিক সড়কে অবরোধ করেন।

জানা যায়, সম্প্রতি শারমিন গ্রুপের অভ্যন্তরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিষয়টিকে কেন্দ্র করে মালিকপক্ষ বাংলাদেশ শ্রম আইনের ২৩ ধারায় বেশ কিছু শ্রমিককে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং পরবর্তীতে তদন্ত করে মালিকপক্ষ যাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে তাদের চাকুরীচ্যুত করে। চাকুরীচ্যুত করা এমন শ্রমিকের সংখ্যা প্রায় ৪৩০ জন।

এর আগে সোমবার সকাল ১০টা থেকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শারমীন গ্রুপের চাকুরিচ্যুত কয়েকশ শ্রমিকরা। 

এসময় পুলিশের পক্ষ থেকে একাধিকবার শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হলেও শ্রমিকরা তা না শুনে অবরোধ চালিয়ে যায়। পরে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করে দেয়। এসময় পুলিশের লাঠিচার্জ ও আন্দোলনকারীদের ছোড়া ইটপাটকেলে পুলিশ ও আন্দোলনকারীসহ বেশ কয়েকজন আহত হয়। 

পুলিশ জানায়, সকাল ১০টা থেকে আন্দোলনকারীরা বিভিন্ন দাবিতে শারমিন গ্রুপের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীদের নানাভাবে বুঝিয়েও সড়ক থেকে সরাতে না পেরে জল কামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত