শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
মীরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ২:৫৭ PM
মীরসরাইয়ে পৌরসভা বিএনপির দুই গ্রুপের মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে হওয়া সংঘর্ষে জাহেদ হোসেন মুন্না (২০) এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত যুবদল কর্মী।

গত রাত ১১টায় মিরসরাই পৌর সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।

নিহত মুন্না মিরসরাই পৌরসভার উত্তর গোভানিয়া এলাকার আবদুল মান্নানের ছেলে। আহতরা হলেন- মো. আরাফাত (২৩), আসিফ (২১), হাসান (২১), সজীব (২০), রাহাত (২৪), রাশেদ (২২) ও হৃদয় (২১)।

সংঘর্ষে আহত মো. সজীব বলেন, আমরা পৌরসভা বিএনপির সদস্যসচিব জাহিদ হোসেন ভাইয়ের অনুসারী। সোমবার রাত ১১টার দিকে মিরসরাই স্টেডিয়ামে চলা বাণিজ্য মেলার গেটে সিএনজিচালিত অটোরিকশার টোল আদায়সহ শৃঙ্খলা রক্ষার কাজ করছিলাম। এ সময় পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের ২০-২৫ জন অনুসারী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর কামরুল হাসানের অনুসারীরা আমাদের ওপর আবারও চড়াও হয়। তারা আমাদের ধাওয়া দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে নিয়ে আসে। এ সময় তারা মুন্নাকে সামনে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আহত মুন্নাকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান সরকার বলেন, সোমবার রাত ১১টার দিকে পৌর সদরে মারামারির ঘটনায় আহত আট যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তার ডান পায়ের ঊরুতে গভীর ক্ষত ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেছি। সঙ্গে থাকা লোকজন তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মুন্না নামে একজন নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইন ও যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের আধিপত্য বিস্তার থেকেই ঘটনার সূত্রপাত। এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত