রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
কালিহাতী পৌরসভায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৫:১৯ PM
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই- এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে নতুন বাংলাদেশ বিনির্মাণে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় কালিহাতী পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক শাহাদাত হুসেইন।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক হাসান শাফি, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরিফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান ও কালিহাতী পৌরসভার সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন। কর্মশালাটি সঞ্চালনা করেন, পৌরসভার উচ্চমান সহকারী রফিকুল ইসলাম ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক শাহাদাত হুসেইন বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ‘আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ। আমরা আশাকরি এই কর্মশালার মধ্যদিয়ে নতুন প্রজন্ম নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও আগামীর বাংলাদেশ হবে স্বাস্থ্য, শিক্ষা ও আইন ব্যবস্থার উন্নয়নে তারুণ্যের অংশগ্রহণমূলক বাংলাদেশ। যে বাংলাদেশ হবে প্লাষ্টিকময় জীবন থেকে বেরিয়ে আসার বাংলাদেশ।

উল্লেখ্য, এ কর্মশালায় পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০ টি দল অংশগ্রহণ করেন।

এসময় শিক্ষার্থীদের অংশগ্রহনের মাধ্যমে বিষয়টির উপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে সুশাসন প্রতিষ্ঠায় গনতন্ত্র, দলীয় ও রাজনীতি প্রভাবমুক্ত বাংলাদেশ, জবাবদীহি মূলক সরকার, মেধা ও যোগ্যতার মূল্যায়ন, অন্যায় অবিচার, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে নিজেকে বদলানোর মাধ্যমে দেশ ও পৃথিবী বদলানোর বিষয়গুলো সামনে আসে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত