রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে কোরআন শরীফ পোড়ানো ও অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ নং গেইট এর সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিষ্ট হাসিনার দোসররা এখন ও বাংলাদেশে সক্রিয় রয়েছে। কোরআন পোড়ানোর মধ্যে দিয়ে তারা আবার বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরী করতে চায়। আমরা এতো বোকা নয় যে তাদের পাতা ফাঁদে পা দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরী করবো। আমরা আমাদের ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আগামীর নতুন বাংলাদেশ গড়বো।
এর আগে শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল, সৈয়দ আমীর আলী হল, মাদার বখশ হল, শাহ মাখদুম হল, শেরে বাংলা হল, শহীদ হবিবুর রহমান হল ও মতিহার হলে রাতের আঁধারে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনা ঘটে।