বিশাল বিশাল আকৃতির মাছ। বাজারজুড়ে বোয়াল, চিতল, আইড়, রুপচাদাঁ, বড় চিংড়ি, কালিয়ারা, রুই-কাতলা, মৃগেল, আর ইলিশ। হাওর-নদীর তরতাজা মাছে পরিপুর্ন পুরো বাজার। গত দু’দিন ধরে ক্রেতা, বিক্রেতাদের পদভারে মাছ বাজার ছিল লোকে লোকারন্য।
দর্শনার্থীদের ভিড়ও ছিল লক্ষ্যনীয়। সোমবার রাতে প্রচুর মানুষের সমাগম ঘটে এ মাছ বাজারে। মাছ বেচা-কেনার এ উৎসবের নাম ‘মাছের মেলা’। শ্রীমঙ্গলের মাছ বাজারে অনুষ্ঠিত এ মেলাটি প্রতি বছর ক্রেতা-বিক্রেতা, আয়োজনকারী ও দর্শনার্থীদের আনন্দ উৎসবের অন্যতম মাধ্যম হয়ে ওঠে।
জানা যায়, পৌষের শেষ দিন ও মাঘের প্রথম দিন এ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীমঙ্গলের মাছ বাজারে অনুষ্ঠিত হলো মাছের মেলা। আয়োজকরা জানান, বৃহওর সিলেটের কুশিয়ারা, সুরমা, হাকালুকি, টাঙ্গুয়ার হাওর, শ্রীমঙ্গলের হাইল-হাওর, শেরপুর, হবিগঞ্জ, ঢাকা, ভৈরবসহ বিভিন্ন হাওর-নদীর নানা জাতের ছোট-বড় মাছ নিয়ে এসে পসরা সাজিয়ে বসেন মৎস্য ব্যবসায়ীরা। তারা জানান, এবার মাছের মেলায় প্রায় ১ কোটি টাকার মাছ কেনা-বেচা হয়েছে। আয়োজকরা জানান, রাত ৩ টা পর্যন্ত বেচা-কেনা চলেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেলায় ঢল নেমেছিল ক্রেতা-দর্শকের। উৎসবের আমেজে হয় মাছ কেনা-বেচা। এছাড়াও দর্শনার্থীরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিশাল বিশাল মাছ দেখা ও সেলফোনে বিশাল বিশাল মাছের ছবি তুলতে ব্যস্ত সময় পার করেছেন। রাত ৩ টা পর্যন্ত টানা সময় চলে এ মেলা।