ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ময়মনসিংহ জেলার অধীন হালুয়াঘাট, ধোবাউড়া এবং শেরপুর জেলার অধীন শ্রীবর্দী, ঝিনাইগাতী, নকলা ও নালিতাবাড়ী সীমান্তবর্তী উপজলায় জনসচেতনতামূলক সভা ও গণসংযাগ অনুষ্ঠিত হয়।
১৪ জানুয়ারি (মঙ্গলবার) প্রতিটি বিজিবি ক্যাম্পে জনসচেতনতামূলক সভায় স্থানীয় জনসাধারন কে অবৈধ অনুপ্রবেশ, জালনাট পাচার, চোরাচালান, নারী ও শিশু পাচার, মাদক পাচারের ক্ষতিকর প্রভাব, শূন্য লাইন গবাদি পশু না চড়ানো, অপরিচিত ব্যক্তিকে দেখা মাত্র বিজিবি কে তথ্য দিয় সহায়তা করা এবং অবৈধভাবে সীমা পারাপার না হওয়া সহ বিভিন বিষয় আলোকপাত করা হয়।
এছাড়া সীমান্তবর্তী এলাকায় যে কোনো ধরনের অনিয়ম, বিশৃংখলা এবং বেআইনি কার্যক্রম পরিলক্ষিত হলে অত্র ব্যাটালিয়নকে অবহিত করার জন্য অনুরাধ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যে কোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ দিনরাত ২৪ ঘটা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে।