শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
টিসিবি কার্ডের হালনাগাদ তথ্য প্রস্তুত ও বিতরণ কার্যক্রম বিষয়ক সভা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৭:৪৪ PM
খুলনা মহানগরী এলাকার টিসিবি কার্ডের হালনাগাদ তথ্য প্রস্তুত ও বিতরণ কার্যক্রম বিষয়ে ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে এক সভা আজ মঙ্গলবার সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক মো: ফিরোজ সরকার। সভায় প্রশাসক মো: ফিরোজ সরকার তালিকা প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকৃত স্বল্প আয়ের পরিবার যেন সরকারের এ সুবিধা গ্রহণ করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। তিনি দ্রুত সময়ের মধ্যে তথ্য হালনাগাদের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

উল্লেখ্য, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিম্নআয়ের পরিবারের কাছে পৌঁছে দিতে দেশব্যাপী তথ্য হালনাগাদের কাজ চলছে। খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডেও এ কার্যক্রম চলমান আছে।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব শরীফ আসিফ রহমান, টিসিবি-খুলনার যুগ্ম পরিচালক মো: আনিছুর রহমান সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত