শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
চাকরিহারা এসআইদের অনশনে শীতের রাতে পুলিশের জলকামান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২:৪১ PM
চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়া অব্যাহতি পাওয়া এসআইদের সরাতে জলকামান ব্যবহার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ২টার দিকে তাদের সরিয়ে দেওয়া হয় বলে জানান শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) আসাদুজ্জামান।

তিনি বলেন, “তারা ৩০ জনের মত ছিল, পুলিশ ছিল ৬০জন। জল কামান করা লাগে না, তার পরেও হালকা পানি দিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।”

আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগের জন্য চূড়ান্ত হওয়া ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২১ জন ছিলেন। বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় তাদের ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে।

চাকরি ফিরে পাওয়ার দাবিতে সচিবালয়ের সমানে কয়েক দফা অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তবে তা সুরাহা না হওয়ায় সোমবার রাত থেকে তারা আমরণ অনশন শুরু করেন। এরপর মঙ্গলবার রাতে জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ।

এদিকে বুধবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের ৪৭৮ জন ক্যাডেট এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা রয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত