শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
মানিকগঞ্জে নিজ বাড়িতে ক্যান্সার আক্রান্ত নারীকে গলাকেটে হত্যা
ঘিওর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৭:০২ PM
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় লায়লা আরজু নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের রাথুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লায়লা আরজু (৬২) বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

নিহতের স্বামী সেকেন্দার আলী বলেন, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে ঘরে রেখে সকাল ৭টার দিকে বাজার করতে বের হই। বাসায় এসে আমার স্ত্রীর রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখি।

ঘিওর থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়রা লায়লাদের বাড়িতে তার গলা কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

ডিবি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রহস্য উদঘাটনের চেষ্টা করছেন বলে জানান তারা। এদিকে ঢাকা থেকে সিআইডির ক্রাইমসিনের একটি টিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য ঘটনাস্থলে আসবেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত