শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
ঝিনাইদহে পুলিশের সাবেক সোর্সকে কু'পিয়ে হ'ত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৭:৩২ PM
কোটচাঁদপুরের চাঁদপাড়া গ্রামে জামায়াত নেতা হত্যা মামলার আসামি ও পুলিশের সাবেক সোর্স কওসার আলী ওরফে কটা কওসারকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার গভীর রাতে উপজেলার চাঁদপাড়া গ্রামের বাড়িতে থেকে ২০ থেকে ৩০ জনের একটি অস্ত্রধারী দল তাকে তুলে আনে। এরপর বাড়ির পাশে রেল লাইনের ধারে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। নিহত কওসার আলী ওরফে কটা কওসার চাঁদপাড়া গ্রামের লুৎফর রহমান লস্করের ছেলে।

স্থানীয়রা জানান, কওসার আলী ওরফে কটা কওসার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে পুলিশের সোর্স হিসেবে কাজ করত। তার বিরুদ্ধে জামায়াত নেতা এনামুল হত্যার অভিযোগে মামলা রয়েছে থানায়।

নিহতের স্ত্রী ওজুলা বেগম জানান, রাত ১২টার দিকে ৩০/৪০ ব্যক্তি বাড়িতে ঢুকে আমার স্বামী কওসার আলীকে তুলে নিয়ে যায়। এরপর তাকে চাঁদপাড়া গ্রামের মাঠে রেল লাইনের পাশের রাস্তায় কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে গুড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা তাকে নিয়ে গেছে চিনতে পারিনি। তাদের মুখ বাঁধা ছিল।

কোটচাদপুর থানার ওসি মো. কবির হোসেন মাতুব্বর বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত