শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
বর্ধিত ভ্যাট ট্যাক্স বাতিলের দাবিতে ফেনীতে রেস্তোঁরা মালিকদের মানববন্ধন
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৭:৪০ PM
সরকারের বর্ধিত ভ্যাট, ট্যাক্স প্রত্যাহারের দাবিতে ফেনী জেলা রেস্তেরা মালিক সমিতির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক এর কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলাম এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। 

জেলা রেস্তোঁরা মালিক সমিতির আয়োজনে সমিতির সভাপতি নুর নবী পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আফসার কবির শাহাজাদার সঞ্চালনায় বক্তব্য রাখেন- রেস্তোরাঁ মালিক সমিতির সহ সভাপতি হারুন উর রশিদ, ফেনী জেলা চাইনিজ রেস্টুরেন্টে এন্ড অনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমন-উল হক, সদস্য আনিছুর রহমান, মহিলা উদ্যোক্তা নাজরানা হাফিজ, মিজানুর রহমান প্রমুখ। 

বক্তারা বলেন, সরকার হঠাৎ করে ভ্যাট-ট্যক্স বৃদ্ধি করেছে। যা সম্পূর্ণ অযৌক্তিক। ভ্যাট কর্মকতারা বিভিন্ন হোটেলে এসে সকল কাগজপত্র নিয়ে জোর করে ভ্যাট আদায় করে। ৫% থেকে লাফিয়ে ১৫% বৃদ্ধি করার ঘোষণায় আমরা আতংকিত হয়ে পড়েছি। কেন না এটা বাস্তবায়ন হলে ১শ টাকার খাবার খেলে ১৫ টাকা ভ্যাট ট্যক্স দিতে হবে গ্রাহকদের। 

তারা বলেন, সরকার রেস্তোঁরা মালিক সমিতির সাথে কোন প্রকার আলাপ-আলোচনা না করে ভোক্তাদের ওপর শতকরা ১৫% ভ্যাট চাপিয়ে দিচ্ছে। যা অন্যায় ও জুলুম। এদিকে দেশের বিভিন্ন নিত্যপণ্যের মূল্য উর্ধগতি রয়েছে। অপর দিকে সাধারণ মানুষের আয় কমে গেছে। অনতিবিলম্বে অতিরিক্ত ভ্যাট ট্যক্স প্রত্যাহার দাবি জানান রেস্তোঁরা মালিক-কর্মচারীরা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত