গেম খেলার মাধ্যমে কাঠমান্ডুর বাসিন্দা অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের সঙ্গে বাংলাদেশি যুবক মোহাম্মদ জাবেদ ওমরের (২০) পরিচয় হয়। পরবর্তী সময়ে মাঝেমধ্যে তাদের যোগাযোগ হতো। একপর্যায়ে ওমর কৌশলে মেয়েটির স্পর্শকাতর ছবি-ভিডিও সংগ্রহ করে। এরপর ব্ল্যাকমেইলের মাধ্যমে চলে টাকা আদায়ের চেষ্টা।
এসব অভিযোগের ভিত্তিতে বাংলাদেশি ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জাবেদ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, ইন্টারপোল কাঠমান্ডুর মাধ্যমে বাংলাদেশ সিআইডি অভিযুক্ত যুবককে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবেদ ওমর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং জব্দকৃত মোবাইল ফোনে ভুক্তভোগী মেয়েটির স্পর্শকাতর ছবি ও ভিডিও পাওয়া গিয়েছে।
তিনি জানান, কাঠমান্ডু ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) মাধ্যমে বাংলাদেশ সিআইডির সাইবার পুলিশ সেন্টার জানতে পারে, বাংলাদেশের একজন নাগরিক কাঠমান্ডুর বাসিন্দা অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে মেসেঞ্জারের মাধ্যমে ওই মেয়ের ফেসবুক বন্ধু ও আত্মীয়-স্বজনের কাছে পাঠিয়ে ব্ল্যাকমেইল করছে। এর ফলে ভুক্তভোগী মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত এবং আত্মহত্যার চেষ্টা করেছে।
আজাদ রহমান আরও বলেন, ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে কাঠমান্ডুর অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে এই বাংলাদেশির পরিচয় হয়। পরবর্তী সময়ে মাঝেমধ্যে তাদের যোগাযোগ হতো। একপর্যায়ে ওমর অসৎ উদ্দেশ্যে কৌশলে মেয়েটির স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা দাবি করতে থাকে।