রাজধানী হাজারীবাগে একটি ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে আগুনের ঘটনা ঘটে।
একই সঙ্গে উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিবি। সংস্থাটি জানিয়েছে, হাজারীবাগে একটি ট্যানারির গুদামে অগ্নিকাণ্ডে উদ্ধার সহায়তায় কাজ করছে এক প্লাটুন বিজিবি।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আজ দুপুর ২টা ১৪ মিনিটে ওই ট্যানারির গুদামে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সাত তলা ভবনের পাঁচ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন ছয় তলায় ছড়িয়ে যায়। প্রথমে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে হাজারীবাগ থানা পুলিশ, র্যাব, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তায় করছে। তবে উৎসুক জনতার ভিড়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হচ্ছে।
জানা গেছে, আগুন লাগা ভবনটিতে ফিনিক্স ট্যানারি লিমিটেডের চামড়া ও চামড়াজাত কেমিক্যাল মজুদ রাখা ছিল। এছাড়াও চামড়া ও জুতার দোকান রয়েছে। ভবনটির পাঁচ ও ছয়তলায় আগুন লাগে। এ করণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এর আগে ২০২৩ সালে এইদিনে একই ভবনে আগুন লাগে। সেসময় ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।