শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
যেভাবে গ্রেফতার হলো সাইফ আলী খানের সেই আততায়ী
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৬:০৮ PM
গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে সিসিটিভি ফুটেজে মুখ দেখা গিয়েছিল হামলাকারীর। তার পর থেকে লাগাতার ওই যুবকের খোঁজে মাঠে নামে মুম্বাই পুলিশ। 

অবশেষে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে পুলিশের হাতে ধরা পড়লো আততায়ী। বান্দ্রা স্টেশনে তল্লাশির সময় ওই যুবকের খোঁজ পায় পুলিশ। সেই সময় ওই ব্যক্তি সেখানে ঘোরাফেরা করছিল বলে জানা গিয়েছিল। তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। তারপরই তাকে আটক করা হয়। চলছে জিজ্ঞাসাবাদ। 

তবে শুধু এক পক্ষের জিজ্ঞাসাবাদ নয়। সেদিন রাতে ঠিক কী হয়েছিল সাইফের সঙ্গে? অভিনেতার বয়ান রেকর্ড প্রসঙ্গে কী জানালো মুম্বাই পুলিশ?
গত বুধবার (১৫ জানুয়ারি) দিনগত গভীর রাতে বলিউড অভিনেতা সাইফের ওপরে হামলা হয়। অভিযুক্ত তাকে ছুরি দিয়ে একাধিকবার কোপ মারে। সূত্রের খবর, চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতিকারী। সাইফ বাধা দিতে গেলে তার ওপর হামলা চালায়। সাইফের শরীরে ছয়বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় ভোরে। 

বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন। আপাতত আইসিইউতে রয়েছেন সাইফ। সেখান থেকে একটি বিশেষ কক্ষে স্থানান্তরিত করার পরই রেকর্ড বয়ান করা হবে অভিনেতার, জানালো মুম্বাই পুলিশ। 

ইতোমধ্যে সাইফের বাড়ির দুই কর্মীকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এক পরিচারিকাকে সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ। এই মুহূর্তে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে খান পরিবার। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত