বরিশালের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ জন যাত্রী।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন টিএন্ডটির মোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাহাবুব মোড়ল তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা লুৎফুর মোড়লের ছেলে ও পেশায় ট্রাক ড্রাইভার।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন টিএন্ডটির মোর এলাকায় পৌঁছালে বিপরীত দিক পটুয়াখালীর আমতলী থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকটি সড়কের পাশে খাদে পরে যায়। বাস ট্রাক দুইওটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার মারা যান। আহত ৭ ব্যক্তিকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনার পর বাস ও ট্রাক উদ্ধার করে থানায় আনার চেষ্টা চলছে।