শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
নীলফামারী পৌরসভার বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৭:১৮ PM
তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে তিনদিন ব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে শুক্রবার থেকে।

শুক্রবার সকালে শহরের চৌরঙ্গি মোড়ে এই কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। নীলফামারী পৌরসভার  প্রশাসক সাইদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

১৫০জন পরিচ্ছন্নতাকর্মী নিয়ে শুরু হওয়া এই বিশেষ অভিযানে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ময়লা আবর্জনা পরিষ্কার করা হবে। এর আগে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে পৌরসভার কর্মকর্তা কর্মচারীছাড়াও বিভিন্ন জন অংশ নেন।

নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম জানান, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যের অংশ হিসেবে এই কর্মসুচি পরিচালিত হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত