শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন বিএনপি নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৯:৩৩ PM
এফআইআরভুক্ত এক আসামি ধরার সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কৃষকদলের এক নেতার বিরুদ্ধে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের রাইশিমুল গ্রামে গত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গ্রামের একটি মারামারি ঘটনায় মামলা হয় গৌরীপুর থানায়। জনৈক জুটন বাদী হয়ে চার জনকে অভিযুক্ত করেন। ওই মামলার ৪ নম্বর অভিযুক্ত মো. শাহারিয়ার অপিকে (২২) ধরতে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালায় বৃহস্পতিবার রাতে। ওই সময় ঘরে মামলার চার আসামি অবস্থান করছিল। 

একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও চার নম্বর আসামি অপিকে ধরে ফেললে চেঁচামেচি শুরু হলে এগিয়ে আসেন স্থানীয় শাহজাহান নামে এক ব্যক্তি। তিনি ওই সময় নিজেকে কৃষকদলের সভাপতি পরিচয় দিয়ে আসামি ছেড়ে দেওয়ার জন্য বললেও কাজে লাগেনি। পরে পুলিশ আসামি অপিকে নিয়ে যেতে চাইলে শাহজাহান জোরপূর্বক ছিনিয়ে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার পর দায়িত্বরত পুলিশের দল অসহায় অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কৃষকদলের সভাপতি মো. শাহজাহান মিয়া জানান, তিনি আসামি ছিনিয়ে নেননি। ঘটনার সময় তিনি আসামির বাবার কাছে পাওনা টাকা নিতে এসেছিলেন। এ সময় পুলিশকে শুধু বলেছিলেন আসামিকে মারপিট ও টানাহেঁচড়া না করতে।

আসামির বাবা মো. রফিকুল ইসলাম রফিক জানান, দুই ভাইয়ের মধ্যে বিরোধের কারণে একটু ঝামেলা হয়েছিল। ওই ঘটনায় তাঁর ভাইয়ের শ্যালক জুটন থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তখন কোনো মামলা হয়নি। এরপর পুলিশ বাড়িতে এসে ঘরে প্রবেশ করে তাঁকে ও ছেলেকে অন্যায়ভাবে জোরপূর্বক ধরে নিতে চাইছিল।

গৌরীপুর থানার উপ-পরিদর্শক মো. হানিফ উদ্দিন জানান, মামলা নথিভুক্ত হওয়ার পরই আসামি গ্রেপ্তার করতে যাওয়া হয়েছিল। একজন অভিযুক্ত ধরার পরেই শাহজাহান নামে একজন নিজেকে কৃষকদলের নেতা পরিচয় দিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন আসামি ছিনিয়ে নেয়। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত