সম্প্রতি বিয়ে করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমদ সোহেল তাজ। রাজধানীতে এক অনুষ্ঠানে ‘আয়রন গার্ল’ হিসেবে পরিচিত শাহনাজ পারভীন শিমুর সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি। এবার প্রকাশ্যে এলো তাদের বিয়ের ফটোশুটের ছবি।
গতকাল বৃহস্পতিবার তাদের বিয়ে ছবি ও ভিডিও প্রকাশ করেছে ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠান রাহাত লাক্সারি ফটোগ্রাফি। প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে ছবি ও ভিডিও পোস্ট করে।
ছড়িয়ে পড়া ভিডিওতে রোমান্টিক মুডে সহেল তাজকে দেখা যায়। একাধিক ছবিতে দুজনের একান্ত আনন্দময় মুহূর্ত ফুটে উঠেছে।
এর আগে ধানমন্ডিতে নিজের ফিটনেস সেন্টার ইন্সপায়ারে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে তারই ফিটনেস সেন্টারের ট্রেইনার শাহনাজ পারভীন শিমুর হাতে আঙটি পরিয়ে বাগদান সম্পন্ন করেন সোহেল তাজ।