শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
হোস্টেলের রুমে ঝুলে ছিল ইডেনের ছাত্রীর নিথর মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ২:০২ PM
হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা ইডেনের এই শিক্ষার্থী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন।

আজ শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম পুষ্পিতা বিশ্বাস (২১)। তিনি ইডেন মহিলা কলেজের ইতিহাস বিভাগের ১ম বর্ষের ছাত্রী। তিনি জামালপুর সদরের বসাকপাড়া গ্রামের রঞ্জিত বিশ্বাসের মেয়ে। বর্তমানে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসায় থাকতেন। 

নিহত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা জগদীশ জানান, পুষ্পা ঢাকা ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত রাতে হাজারীবাগের মহিলা হোস্টেলের একটি রুমে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন তিনি। পরে অন্যান্য ছাত্রীরা তাকে ঝুলন্ত দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানাই। পরে পুলিশ এসে অচেতন অবস্থায় পুষ্পাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে জানান।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত