রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী ফয়সাল নিহত
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৫:১৯ PM
বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কে মটরসাইকেল ও ট্রলির মুখমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটির এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্য দুই আরোহী। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত পৌনে এগারোটায় চরামদ্দি ইউনিয়নের মাঝের ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত হলেন মো. ফয়সাল (১৮) উপজেলার গারুড়িয়া ইউনিয়নের রবিপুর গ্রামের  আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে ও জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন এক‌ই কলেজের শিক্ষার্থী মুশফিক (১৮) ও রাকিব (১৯)।

প্রত্যক্ষদর্শী ও নিহতের সহপাঠীরা জানান, তিন বন্ধু মোটরসাইকেল করে বরিশাল থেকে তাদের বাড়ির দিকে যাচ্ছিলেন। চরামদ্দি ইউনিয়নের মাঝের ব্রিজ নামক স্থানে দ্রুতগতির মোটরসাইকেলের সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী ফয়সাল। পরে স্থানীয়রা মুশফিক ও রাকিবকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায়।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত