বান্দরবানে ড্রাম্পার বাইক সংঘর্ষে ৩ জন ঘটনাস্থলে মারা গেছে। ঘটনটি ঘটেছে শনিবার ১ টার দিকে আলীকদম উপজেলার ৬ নং ওয়ার্ড তারাবুনিয়া এলাকায়।
নিহতরা হলেন, নাছির চেয়ারম্যান পাড়ার মাশুক আহমদের ছেলে মো: বেলাল (৩০),বাজার পাড়া মিন্টুর ছেলে মিনহাজ (১৮),নাছির চেয়ারম্যান পাড়ার মনু মিস্ত্রির কলোনীর মো: সৈয়দ আমিন (৪৫) (পিতা: অজ্ঞাত)।
স্থানীয়রা জানান, ২টি ড্রাম্পার গাড়ি আলীকদম থেকে লামা- চকরিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে ৩ আরোহীসহ একটি মোটরবাইক আলীকদমের দিকে যাচ্ছিল। বাইকের পিছনে আরও একটি ড্রাম্পার গাড়ি আলীকদমের যাচ্ছিল। বেলা ১টার দিকে উপজেলার ৬ নং ওয়ার্ড তারাবুনিয়া মোড়ে আসলে আলীকদম থেকে আাসা সামনের ড্রাম্পারটি মোটর বাইকের সাথে সংঘর্ষ ঘটে। এতে মোটর বাইকের ৩ জনই ঘটনাস্থলে মারা যায়। ঘটনাস্থলে নেটওয়ার্ক না থাকায় পুলিশকে খবর দিতে দেরি হয়। ততক্ষণে লাশ রাস্তায় পড়ে থাকে বলে জানান স্থায়ীয়রা। পরে চট্রগ্রাম ল ৭২ গাড়িটির মালিক বাবুল কোম্পানি ও চালকের নাম নাছির বলে শনাক্ত হয়েছে বলে জানান স্থানীয়রা।
আলীকদম অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি।ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে।