রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
কুয়েটে ন্যাশনাল আইডিয়া কেস কম্পিটিশন ‘বিজব্যাটেল’ অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৬:৩৯ PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, এবং প্রযুক্তিগত উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশের লক্ষ্যে কুয়েট ক্যারিয়ার ক্লাব এর আয়োজনে প্রথমবারের মতো ন্যাশনাল আইডিয়া কেস কম্পিটিশন  Walton Smart Fridge Presents BizBattle: Innovation In Tech অনুষ্ঠিত হয়েছে। 

দুইমাস ব্যাপী এই প্রতিযোগিতা শুরু করা হয় গতবছর ১৪ নভেম্বর এবং ১৭ জানুয়ারি প্রতিযোগিতার গ্রান্ড ফিনাল সম্পন্ন হয়। দেশের ৫০ টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের ১৬৭ টি টিম থেকে ২টি পর্বে বাছাইয়ের পর ১০ টি টিম গ্রান্ড ফিনালের জন্য নির্বাচিত হয়।

১৭ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রতিযোগিতার গ্রান্ড ফিনালের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, কুয়েট ক্যারিয়ার ক্লাবের কো-মডারেটর মো: আল ইমরান ফাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ। এসময় টেকনোলজি, এনভায়রনমেন্ট, সেফটি ম্যানেজমেন্ট, বিজনেস, ওয়েস্ট রিসাইকেলিং, প্রোডাক্ট ডেভলপমেন্টসহ বিভিন্ন আইডিয়া উপস্থাপন করেন অংশগ্রহনকারী শিক্ষার্থীরা। আইডিয়া উপস্থাপন পর্বে প্রতিযোগীরা বিচারকমন্ডলীর প্রশ্নোত্তরের মুখোমুখি হন। 

প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী টিম সিভিক, দ্বিতীয় স্থান অর্জনকারী টিম রং ডিরেকশন ও প্রথম স্থান অর্জনকারী টিম ফিনিক্সিশিয়ার হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত