রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
শ্রীমঙ্গল পৌরসভার ডাষ্টবিন স্থাপন কার্যক্রম শুরু
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৭:২৩ PM
শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় ডাস্টবিন স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি ডাস্টবিন ও একটি বর্জ্য পরিবহনের জন্য ভ্যান গাড়ি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্থান্তর করা হয়।

শ্রীমঙ্গল পৌরসভা সুত্র জানায়, পৌরসভার অর্থায়নে পৌর এলাকায় ডাস্টবিন স্থাপন কার্যক্রম চলছে। ইতোমধ্যে তিন ধরনের ৬৩৫ টি ডাস্টবিন আনা হয়েছে। এরমধ্যে একটি পচনশীল বর্জ্যের ডাস্টবিন, একটি কঠিন বর্জ্যের ডাস্টবিন ও একটি প্লাস্টিক বর্জ্যের ডাস্টবিন। প্রতিটি স্থানে তিনটি করে ডাস্টবিন স্থাপন করা হবে।

আজ শনিবার হাসপাতালে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন আনুষ্ঠানিক ৬টি ডাস্টবিন ও বর্জ্য পরিবহনের জন্য একটি ভ্যান গাড়ি হস্থান্তর করেন। এ সময় শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও ডা. মৌমিতা বৈদ্য উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, দেশে চায়ের রাজধানী ও পর্যটন শহর শ্রীমঙ্গল পৌরসভা এলাকাকে সুন্দর ও পরিচ্ছন্য রাখতে এ উদ্যােগ গ্রহন করা হয়েছে। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে ডাস্টবিন ব্যবহার করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত