রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
ঝালকাঠিতে ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৭:২৯ PM
ঝালকাঠির রাজাপুর উপজেলায় ট্রলির চাপায় মোটরসাইকেলের আরোহী একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে  ৫ টার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার পিংড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলাইমান ফকির (২২) ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের সারেংগল এলাকার মৃত আবুল ফকিরের ছেলে। 

স্থানীয়দের বরাতে রাজাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক বলেন, ঝালকাঠি থেকে রাজাপুরগামী মোটরসাইকেলের সাথে রাজাপুর থেকে ঝালকাঠিগামী  দ্রুত গতির একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সোলাইমান ফকিরের মৃত্যু হয়। তার সাথে থাকা একজন গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত