রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
চট্টগ্রামে ‘আইস মাদক’ সহ পুলিশ কর্মকর্তা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৭:৩৪ PM
নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে উচ্চমাত্রার মাদক আইসসহ আলমগীর হোসেন নামে এক পুলিশ কর্মকর্তা ও মেহেদী হাসান নামে তার এক সহযোগীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

সন্ধ্যায় থানার মেহেদীবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৬০ গ্রাম আইস জব্দ করা হয়। আটক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত রয়েছেন। আটক দুজনকে চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। 

মামলার বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবিরকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

চান্দগাঁও র‍্যাবের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম বলেন, পুলিশ কর্মকর্তাসহ দুজনকে চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততা ভালোভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। 

চট্টগ্রাম নগর পুলিশ দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, র‍্যাবের পক্ষ থেকে দুজনের বিরুদ্ধে এজাহার জমা দেওয়া হয়েছে। মামলা রেকর্ড প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ক্রাইম শাখার অধীনে চাকরি করেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত