পিরোজপুরের মঠবাড়িয়া শহরের ঝুঁকিপূর্ণ তিনটি বেইলী ব্রিজ দিয়ে প্রতিদিনই পারাপার হচ্ছে ভারী যানবাহনসহ হাজার হাজার মানুষ। শহরের প্রাণ কেন্দ্রে ব্রিজ তিনটি অবস্থিত হওয়ায় একদিকে যেমন যানযট ও অপর দিকে ঝুকি নিয়ে পারাপার হতে হচ্ছে শহরের বেশ কয়েকটি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের। এতে ঝুকি নিয়ে চলাচলে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
শহরের দুই প্রান্তের প্রবেশ দ্বারে দুইটি এবং মধ্যখানে অবস্থিত একটি বেইলী ব্রিজ এখন পথচারীদের গলারকাটা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে থানাপাড়া এলাকার কলবাড়ি খালের ওপর গার্ডার ব্রিজের নির্মাণ কাজ শুরু হলেও অন্য দুইটি ব্রিজ নির্মাণে কোন অগ্রগতি দেখা যাচ্ছে না। অথচ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ রুস্তম আলী ফরাজী বহেরাতলা জামে মসজিদ সংলগ্ন খাল ও মাছ বাজার সংলগ্ন খালের অকেজো বেইলী ব্রিজের স্থানে গার্ডার ব্রিজ নির্মাণের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করেন। ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধনের এক বছরের অধিক সময় পার হয়ে গেলেও বহেরাতলা ও মাছ বাজার সংলগ্ন খালের ওপর ব্রিজের কাজ শুরু না হওয়ায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মঠবাড়িয়া শহরের প্রধান প্রবেশদ্বার বহেলাতলা ব্রিজ। ব্রিজটির স্টীলের পাতগুলো জরাজীর্ণ হয়ে যাওয়া প্রায়ই অটো, মাহেন্দ্র, ইজিবাইক, মটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চাকা ব্রিজের ভাঙ্গা স্টীলের পাতের ভিতর ঢুকে ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া মাছ বাজার সংলগ্ন খালের বেইলী ব্রিজটিরও স্টিলের পাটাতন (স্লাপ) ভেঙ্গে করুণ দশা। ব্রিজের ভাঙ্গা পাতে প্রায়ই অনেক শিক্ষাথীর পা ঢুকে দুর্ঘটনা ঘটে। ব্রিজের স্টীলের পাতগুলো ফাঁকা হয়ে যাওয়ায় মরণ ফাঁদে পরিনত হয়েছে।
স্থানীয়রা জানান, শহরের গুরুত্বপূর্ণ তিনটি বেইলী ব্রিজ দিয়ে ঐতিহ্যবাহী কে এম লতিফ ইনস্টিটিউশন, সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ৫৬নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঠবাড়িয়া সরকারি কলেজ, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয় সহ অন্তত ১৫ থেকে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ব্রিজের স্লাপগুলো নড়েবড়ে হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।
শহরের ভাই ভাই ফার্নিচারের স্বত্ত্বাধিকারী শাহ আলম মীর জানান, সম্প্রতি তার দোকান থেকে একজন ক্রেতা খাট ও আলমিরা ক্রয় শেষে বাড়ি ফেরার পথে বহেরাতলা ব্রিজের স্টীলের স্নাপগুলো জরাজীর্ণ হওয়ায় দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে ওই ক্রেতার ব্যাপক ক্ষতিসাধন হয়।
পিরোজপুর সড়ক ও জনপদের উপ-বিভাগী প্রকৌশলী রাজিমুল আলিম রাজু জানান, জমি অধিগ্রহণ করতে না পাড়ায় মঠবাড়িয়ার বহেরাতলা ও মাছ বাজার সংলগ্ন স্টীল ব্রিজের কাজ শুরু করা সম্ভব হচ্ছেনা। তবে জমি অধিগ্রহণের কাজ চলছে। তিনি আরো বলেন, আগামী দুই মাসের মধ্যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষে ব্রিজ দুইটির নির্মাণ কাজ শুরু করা হবে।