রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
ভূঞাপুরে হাত-মুখ বেঁধে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৭:৪৫ PM
টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক এক ইউপি সদস্যদের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা টাকা, রুপাসহ কয়েক ভরি স্বর্ণালঙ্কার লুটপাট করে ডাকাত চক্র। 

গতকাল শনিবার (১৮ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামে রফিকুল ইসলাম দুলাল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম। পরে রবিবার (১৯ জানুয়ারি) সকালে (কালিহাতী) সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম দুলাল বলেন, গতকাল শনিবার রাত ১০ টার দিকে আমি ও আমার স্ত্রী খাবার খাচ্ছিলাম। এসময় হঠাৎ বেশ কয়েকজন ডাকাত আমাদের দু’জনের হাত-মুখ বেঁধে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ার একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে মারধর শুরু করে এবং আমাকে অন্যরুমে আটকে রেখে লুটপাট চালায় এবং ঘরে থাকা নগদ ৮৫ হাজার টাকা, কয়েক ভরি রুপা ও স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়। 

তিনি আরো বলেন, ডাকাতরা দুই ঘণ্টা অবস্থান করে ঘরে। ডাকাতি শেষে তারা চলে যাওয়ার পর আমার স্ত্রী তার মুখের বাঁধন খুলে আমার হাত-পায়ের বাঁধন খুলে দেয়। পরে আহত অবস্থায় বাড়ির বাহিরে এসে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ডাকাতির মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত