রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
জিয়াউর রহমানের কাছে আসার আগে তিনি জনগণের কাছে যেতেন: আজিজুল বারী হেলাল
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৮:৪৬ PM
বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন রাজনীতিবিদ ছিলেন- জনগণ তার কাছে আসার আগে তিনি জনগণের কাছে চলে যেতেন। কেননা জিয়াউর রহমান বলেছিলেন রাজনীতি হল জাতীয় দায়িত্ব ও জাতীয় কর্তব্য। এমন বিষয়টি অনুধাবর করেই তিনি একজন সেনা কর্মকর্মা হিসেবে ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা ও ১৯৭৫ সালে বিপ্লবের মাধ্যমে রাজণিিততে আসীন হয়েছিলেন। তখনকার সময় যা ছিল দেশের মানুষের প্রত্যাশা। 

তিনি রবিবার দুপুরে বিএনপি খুলনা মহানগর শাখা আয়োজিত জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে, গণতন্ত্র, উন্নয়ন ও বাক স্বাধীনতায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভ‚মিকা, শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর শাখার আহবায়ক এডভোকেট শফিকুল আলম মনা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা শাখার আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগরের সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা শাখার যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, নারীনেতৃ সৈয়দা রেহেনা ঈশা প্রমুখ। 

অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল আরো বলেন, বিএনপি সংস্কার চায় না, এ কথা যারা বলেন তাদের ভুল ধারণা রয়েছে। কেননা বিএনপিই প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে। আর জিয়াউর রহমান সংস্কার করে বহু দলীয় গণতন্ত্র, সংবাদপত্রে স্বাধীনতা ও বাক স্বাধীনতা দিয়ে বিএনপি প্রতিষ্ঠিত করেছিলেন। এছাড়া বিএনপির সংস্কারের প্রস্তাব হিসেবে ৩১ দফা দিয়েছে। যা এই দেশের জনগণ ভালো করেই জানেন। তবে আমরা মনে করি দেশের জন্য যে সব সংস্কার যৌতিক সেগুলো অবশ্যই করবে অন্তর্বর্তীকালীন সরকার। এর সঙ্গে বিএনপির কোন দ্বিমত নাই। তবে এই সঙ্গে বর্তমান সরকারকে নির্বাচনের দিকেও অগ্রসর হতে হবে। 

এছাড়া তিনি বলেন কেউ যদি মনে করেন ৩৬ দিনের আন্দোলনে দেশ থেকে ফ্যাসিবাদের বিদায় হয়েছে সেটা ঠিক নয়। কেননা গত প্রায় ১৭ বছর ধরে আমরা ফ্যাসিবাদ তাড়ানোর আন্দোলন করেছি। তবে শেষ সময়ে ছাত্রড়জনতার আন্দোলন সবকিছুকে বেগবান করেছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত