রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
খুলনায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬:৩১ PM
খুলনা মহানগরীর ২১নং ওয়ার্ড যুবদলের সাবেক সহসভাপতি মানিক হাওলাদার (৩৫) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। 

আজ সোমবার (২০ জানুয়ারি) খুলনা মহানগরীর পুরাতন রেলস্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে মানিককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। বিকেলে খুমেক হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মানিক রেলওয়ে হাসপাতাল রোডের মনছুর হাওলাদারের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে।   

এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে পুরাতন রেলস্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে মানিক হাওলাদারকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা৷ এ সময় বুকের মাঝখানে এক জায়গায় এবং পেটের বা-পাশের সাইডে এক জায়গায় ছুরিকাঘাতে গুরুতর জখম হন তিনি৷

স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে রওনা হলে খুমেক হাসপাতালে তার মৃত্যু হয়। 

মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বলেন, নগরীর পুরাতন রেলওয়ে রোড এলাকায় ২১নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি মানিক হাওলাদারকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তবে এই মুহূর্তে তাদের নাম বলা সম্ভব হচ্ছে না।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত