মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ধামরাইয়ে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭:৪৫ PM
ঢাকার ধামরাইয়ে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন প্রতীক সিরামিকস লিমিটেডের শ্রমিকরা। খবর পেয়ে সেনাবাহিনী, ধামরাই থানা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে পৌছায়।

সোমবার দুপুর দেড়টার দিকে ০৯ দফা দাবি নিয়ে তারা ঢাকা আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় অবরোধ শুরু করেন। এসময় সড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় আড়াই ঘন্টা পর আইনশৃঙ্খলা বাহিনী ও কারখানা কর্তৃপক্ষের মধ্যস্থতায় অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

কারখানার শ্রমিকরা জানান, দুপুরে কারখানার প্রায় সাড়ে চার হাজার শ্রমিক বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। তারা কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করেন। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় শ্রমিকরা আরোও জানান, আমাদের বেতন ১২৫০০ টাকা করতে হবে। আমরা এখন  ৮০০০ টাকা পাই এ টাকায় এখন কিছু হয় না। দ্রব্যমূল্যের বৃদ্ধির এই বাজারে আমরা কিভাবে চলবো।

শিল্পাঞ্চলে পুলিশের সহকারী পুলিশ সুপার মুরাদ হোসেন বলেন, শ্রমিকদের কিছু দাবি দাওয়া ছিলো, দাবি না মানায় তারা ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয়। পরবর্তীতে শিল্পাঞ্চল পুলিশ, ধামরাই থানা পুলিশ ও সেনাবাহিনীর প্রচেষ্টায় আমরা শ্রমিক ও মালিকপক্ষের সাথে সমঝোতা করে দিয়েছি। মালিকপক্ষ ধাপে ধাপে তাদের দাবি মেনে নেবে এমন আশ্বাস দেয় এবং শ্রমিকরা তা মেনে নিয়ে মহাসড়ক ছেড়ে দেয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত