রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
এতিমখানার শিশু ব'লাৎকারের দায়ে হুজুর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ১০:০২ PM
চট্টগ্রামের পটিয়ায় এতিমখানার এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক হুজুরকে গ্রেফতার করা হয়েছে। 

অভিযুক্ত হুজুরের নাম আবু বক্কর ছিদ্দিক (২৪)। তিনি কক্সবাজার জেলার পেকুয়া নানদিরপাড়া গ্রামের মৃত মনজুর আলমের পুত্র। গত রবিবার রাতে পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নে এই বলাৎকারের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বলাৎকারের অভিযোগে গ্রেফতারকৃত আবু বক্কর ছিদ্দিক দীর্ঘদিন পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের বাণিপুর শাহ রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও স্থানীয় একটি মসজিদের ইমাম।

গত ১১ জানুয়ারি প্রথম বলৎকারের শিকান হন ১৩ বছরের এক শিশু। রবিবারও শিশুটিকে বলাৎকারের চেষ্টা করা হলে শিশুটি কৌশলে বিষয়টি পরিবারকে জানান। পরে শিশুটির মামা নাছির উদ্দীন এতিমখানায় গিয়ে প্রথমে এতিমখানা পরিচালনা কমিটিকে অবহিত করেন।

ঘটনার সত্যতা পাওয়ায় এতিমখানা পরিচালনা কমিটির পরামর্শে ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। পরে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুজুর আবু বক্কর ছিদ্দিককে গ্রেফতার করেন। বলাৎকারের অভিযোগে রাতে পটিয়া থানায় শিশুর মামা নাছির উদ্দীন বাদী হয়ে একটি মামলা করেছেন।

পটিয়া থানার উপ পরিদর্শক মো: কামরুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, এতিমখানায় শিশু বলাৎকারের দায়ে হুজুরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হুজুর সত্যতা নিশ্চিত করায় রাতে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত