সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
স্ত্রী তালাক দেওয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৬:৪৮ PM
সরিষাবাড়ীতে স্ত্রী তালাক দেওয়ায় সানোয়ার হায়দার নামে এক এলজিইডির কার্য-সহকারী ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সানোয়ার হায়দার নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলা এলজিইডি কার্যালয়ে বন্যা প্রকল্পের কার্য-সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

সানোয়ারের সহকর্মী ও স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে সানোয়ারের দাম্পত্য কলহ চলছিল। ৭-৮ দিন আগে তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদ ঘটে। এ ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বৃহস্পতিবার সানোয়ার সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনের পাশ দিয়ে রাস্তায় হাঁটছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ভুয়াপুরগামী ৩৭ আপ মেইল ট্রেন এলে হঠাৎ দৌড়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন সানোয়ার। ঘটনাস্থলেই কাটা পড়ে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী রিয়া আক্তার জানান, নিহত ব্যক্তি ট্রেন আসার পূর্বে রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছিল এবং বুক চেপে ধরে কান্নাকাটি  করছিলেন। ঠিক যখন ট্রেনটি আসে তখনই সে ট্রেনের সামনে ঝাঁপ দেয়। 

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আশীষ চন্দ্র দে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। পরে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত