মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ২:৫১ PM
নরসিংদী রায়পুরা উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। এরই মধ্যে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। রোববার সকাল ৭ টা ৫০ মিনিটে শুরু হওয়া দুই পক্ষের সংঘর্ষ এখনও চলছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন,  রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই পক্ষের অনুসারীরা রোববার সকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে জাকির হাসান রাতুল সমর্থিত দুইজন ও আশরাফুল ইসলামের একজন নিহত হন। দুপক্ষ বাঁশগাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জাচরের দিকে যাচ্ছে এমনটা জানতে পেরেছি। বিস্তারিত পরে বলা যাবে।

বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আতিয়ার রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই পক্ষের অনুসারীরা রোববার সকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ ঘটনায় তিনজন নিহত হয়েছে। কতজন আহত হয়েছে এ তথ্য এখনও জানা যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত