নীলক্ষেত এলাকায় গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ। সংঘর্ষ থামাতে গিয়ে একপর্যায়ে তাকে তোপের মুখে পড়তে হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, হাসনাত আব্দুল্লাহকে চারপাশ থেকে ঘিরে রেখেছেন ছাত্ররা। সেসময় শিক্ষার্থীদের পরিস্থিতি শান্ত করতে অনুরোধ করতে দেখা যায় তাকে। তিনি তাদের চলে যেতে বারবার অনুরোধ করছিলেন। এসময় তাকে বলতে শোনা যায়, “একটা ছেলেও আর সামনে আসবা না।”
অপর একটি ভিডিওতে দেখা যায়, তিনি পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলছেন। অন্য একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের মধ্য থেকে কয়েকজন হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে “ভুয়া ভুয়া” স্লোগান দিচ্ছেন।
আরেকটি ভিডিওতে দেখা যায়, তিনি দ্রুত কোথাও হেঁটে যাচ্ছেন, এসময় তার হাত ধরেছিল অনেকজন শিক্ষার্থী। টিয়ারশেলের ধোঁয়ায় সেসময় ঠিকমত চোখ খুলতে পারছিলেন না তিনি।
দেখা যায়, দ্রুত কোথাও হেঁটে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। এসময়ও তার হাত ধরেছিল অনেকজন ছাত্র। লাইভ ভিডিওতে সেসময় সাংবাদিকদের বর্ণনায় জানা যায়, শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ঘটনাস্থল ত্যাগ করছেন তিনি। সেসময় ঠিকমতো চোখ খুলতে পারছিলেন না হাসনাত আব্দুল্লাহ।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে এ বিষয়ে কথা বলতে তার সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হয়। তবে প্রতিবারই সমন্বয়ক হাসনাতের মোবাইলে ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।