শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
গঙ্গাচড়া বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় জরিমানা
গঙ্গাচড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৮:১৪ PM
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জনস্বাস্থ্যের সুরক্ষায় ঔষধের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে গঙ্গাচড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মমিনুল ইসলাম ও আব্দুল জলিল নামের দুই ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, “জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এ ধরনের অভিযান পরিচালনা করছি। মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি এবং অন্যান্য অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বাস্থ্যঝুঁকি কমাতে নিয়মিতভাবে এ ধরনের তদারকি চালিয়ে যাব।”তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের অবশ্যই সৎ এবং দায়িত্বশীল হতে হবে। ক্রেতাদেরও সচেতন থাকতে হবে এবং ঔষধ কেনার আগে মেয়াদ দেখে নিতে হবে। এটি সবার স্বার্থে গুরুত্বপূর্ণ। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

অভিযানে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং বাজারে ঔষধের মান বজায় রাখতে প্রশাসনের এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত তদারকির মাধ্যমে বাজারে অনিয়ম রোধে কাজ চালিয়ে যাওয়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত