মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
রাঙামাটিতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৭:৫৯ PM
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে রাঙামাটি সদর উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে সদর উপজেলা সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় অংশগ্রহণ করেন, রাঙামাটি  জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ ১৩টি টিম। কর্মশালায় রাঙামাটি  সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রণব রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রিফাত আসমা।  

এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলা সহকারী ভূমি (এসিল্যান্ড) রুবাইয়া বিনতে কাশেম, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান প্রমূখ।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, এই কর্মশালায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ  মোট ১৩ টি টিম অংশগ্রহণ করেছেন। এখান থেকে যে টিম চ্যাম্পিয়ন হবে তাদের জেলা পর্যায়ের  কর্মশালায় অংশগ্রহণের  সুযোগ পাবেন  এবং জেলা পর্যায়ে যে টিম চ্যাম্পিয়ন হবে তারা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে এবং তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত