মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ইজতেমা ময়দানের সংঘর্ষে আহত সাদপন্থী মুসুল্লির মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৮:০৪ PM
টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীদের জোর করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মিজানুর রহমান (৪২) নামে এক সাথীর মৃত্যু হয়েছে। 

সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাদ অনুসারী মিডিয়া সমন্নয়ক মোঃ সায়েম এই তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত মিজানুর রহমান কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার বীর মুক্তিযোদ্ধা ছবির উদ্দীন প্রামানিকের ছেলে। তিনি জোড় ইজতেমার কাজে অংশ নিতে টঙ্গীর ময়দানে এসে জুবায়েরেপন্থীদের হামলায় গুরুতর আহত হয়েছিলেন। তিনি তাবলীগ জামাতের সাদপন্থীদের একজন সক্রিয় সদস্য ও ফুলবাড়ি থানার জিম্মাদার সাথী ছিলেন। 

জানা যায়, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর সাদপন্থীদের জোর ইজতেমা করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তিন জন নিহত হয়। এঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের হলে সাদপন্থী দুই শীর্ষ মুরব্বিকে গ্রেফতার করে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত হয়ে প্রায় দেড় মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মিজানুর রহমান। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত