বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
ক্রীড়া প্রতিযোগিতা আনন্দের একটি বিষয়: খুলনা বিভাগীয় কমিশনার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৭:৫৮ PM
ক্রীড়া প্রতিযোগিতা আনন্দের একটি বিষয়। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিশেষ প্রয়োজন। খেলাধুলায় জয়-পরাজয় থাকবে, শিক্ষার্থীদের অংশগ্রহণই বড় কথা। ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, উদারতা ও নেতৃত্বের গুণাবলি অর্জিত হবে।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আজ (বুধবার) দুপুরে খুলনা ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসক মোঃ ফিরোজ সরকার একথা বলেন।

বিভাগীয় কমিশনার আরও বলেন, অভিভাবকদের সন্তানদের দিকে খেয়াল করতে হবে। তারা পড়াশুনা করে, না দরজাবন্ধ করে মোবাইল ব্যবহার করে সেটা জানতে হবে। ভালো মানুষের মতো গড়ে তুলতে হবে সন্তানদের। জুলাই-আগস্টে শিক্ষার্থীরা বড় ভূমিকা পালন করেছে, তাদের মাথায় ভালো কিছু করার চিন্তা ছিলো। শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে হবে এবং মাদক থেকে দূরে রাখতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব শরীফ আসিফ রহমান ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মমিন। ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইমরুল কায়েস এতে সভাপতিত্ব করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস-আর-রেজা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত