বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
ঈশ্বরদীতে থানার সামনে পুলিশকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৮:০১ PM
ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইব্রাহিম হোসেনের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার ও থানার ওসি শহিদুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। 

আজ বুধবার (২৯ জানুয়ারি) ঈশ্বরদী থানা ফটকের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় তারা পুলিশ পুলিশ ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে।

একইসাথে, ঈশ্বরদী থানার ওসির অপসারণসহ ছাত্রদের ওপর হামলার বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। থানার ওসি অপসারণের আদেশ না আসা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানান ছাত্ররা।

এদিক্‌ অবরোধের ফলে সড়কের দুই প্রান্তে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানজিদুর রহমান দিহান, মাহিম মেহরাব, মেহের হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজসহ আন্দোলনকারী শিক্ষার্থীরা উপস্থিত আছেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইব্রাহিম হোসেনের ওপর হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে তৎপর পুলিশ। সড়কে যান চলাচল স্বাভাবিক। তবে থানা ফটকের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছেন।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি রাতে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইব্রাহিম হোসেনের ওপর হামলা চালান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করলেও প্রধান আসামিসহ অন্যান্যরা এখনও পলাতক।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত