শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
ঘরে ঢুকে দুই বোনকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৪:২০ PM আপডেট: ৩০.০১.২০২৫ ৮:৪২ PM
রাজধানীর যাত্রাবাড়ীতে বাকপ্রতিবন্ধী দুই বোনকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ধর্ষক রেজাউল করিম (৬০) নামের এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাতে যাত্রাবাড়ী গোলাপবাগ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

শিশু দুটির ডাক চিৎকারে প্রতিবেশীরা প্রথমে এগিয়ে গেলে ঘরে ঢুকে রেজাউলকে নগ্ন অবস্থায় দেখতে পান। তখন তাকে আটক করে পুলিশের খবর দেন। এরপর লোক মারফত খবর পেয়ে বাবা মা বাসায় ছুটে যান। বাসায় গিয়ে দুই মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

নিপীড়নের শিকার দুই মেয়ের মা বলেন, আমি ফুটপাতে পিঠা বিক্রি করে সংসার চালাই। যাত্রাবাড়ী গোলাপবাগের বউবাজারে একটি বাড়ির নিচ তলায় ভাড়া থাকি। আমার দুই মেয়ের মধ্যে ১৬ বছর বয়সী যে মেয়েটা সে বাকপ্রতিবন্ধী ও আরেকজনের বয়স ৮ বছর। ঘটনার সময় তারা দুজনই বাসায় একা ছিল। তাদের বাবা বাসায় ছিল না। আমি ব্যস্ত ছিলাম ফুটপাতে পিঠা বিক্রি নিয়ে। 

এ সময় ওই বাসার ভাড়াটিয়া রেজাউল করিম (৫০) আমার ঘরে গিয়ে দুই মেয়েকে ধর্ষণ করে। দুই সন্তানের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে করিমকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাসায় এসে আমার দুই মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পাই। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভর্তি দেন।

ঢাকা মেডিকেলের ওসিসির সমন্বয়কারী ডা. সাবিনা ইয়াসমিন জানান, বুধবার দিবাগত মধ্য রাতে শিশু দুটিকে পুলিশের মাধ্যমে হাসপাতালে নিয়ে আসা হয়। আজকে তাদের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এখনও রেজাল্ট আসেনি। তবে প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে, তারা ধর্ষিত হয়েছে। শিশুরা শারীরিকভাবে সুস্থ থাকলেও তারা মানসিকভাবে ভেঙে পড়েছে। তারা খুবই ভয় পাচ্ছে। নিয়মিত তাদের কাউন্সিলিং করানো হবে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জসীম উদ্দীন জানান, রেজাউল করিম নামে ওই ব্যক্তি শিশু দুটিকে ধর্ষণ করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় লোকজনই আটকের পর তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত