শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
শনিবার ২৬ এপ্রিল ২০২৫
ধরিয়ে দিতে পুরষ্কার ঘোষণা
ফেসবুক লাইভে ওসিকে পেটানোর হুমকি সন্ত্রাসী সাজ্জাদের
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৬:১৩ PM
ফেসবুক লাইভে এসে একটি থানার ওসিকে "দিগম্বর করে পেটানোর" হুমকি দিয়ে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে একাধিক হত্যা মামলার পলাতক আসামী দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ।

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফ হোসেনকে এ হুমকি দেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ৷ 

এদিকে বৃহস্পতিবার এক বিশেষ বিজ্ঞপ্তিতে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অবস্থান সংক্রান্ত তথ্য দিয়ে তাকে ধরিয়ে দিতে পারলে আর্থিক পুরষ্কারের ঘোষনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ৷  

এর আগে, গত ২৮ জানুয়ারি ১৯ মিনিট ২৮ সেকেন্ডের লাইভে ছোট সাজ্জাদ ওসি আরিফ হোসেন তার বিরুদ্ধে ওঠা হত্যাসহ বিভিন্ন মামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বিকার করেন৷ এসময় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অকথ্য গালিগালাজ করার পাশাপাশি ওসিকে পেটানোর হুমকি দেন। 

নিজের সন্তান (ভ্রুণ) হত্যার বিচারের প্রসঙ্গ তুলে সাজ্জাদ ওসি আরিফকে উদ্দেশ্য করে বলেন, "যদি আমি ন্যয় বিচার না পাই তাহলে তোকে (ওসি আরিফকে) আমি কুকুরের মতন করে পেটাবো৷ অক্সিজেন থেকে বায়েজিদ পর্যন্ত তো নেংটা করে কুকুরের মতন পেটাবো৷" 

এসময় জগত নামের আরো এক পুলিশ সদস্যের নাম উল্লেখ করে সাজ্জাদ বলেন, "জগত যেহেতু ট্রান্সফার হয়েছে তাকে সেখান থেকে এনে মারবো। প্রয়োজনে আমি মরে যাবো। কিন্তু তোদের ছাড় দেবো না। উল্লেখ্য সম্প্রতি এক অভিযানে পুলিশে আহত করে পালিয়ে যায় সাজ্জাদ৷ সেদিন তার স্ত্রীকে আটক করেছিল পুলিশ৷ পরে ছাড়া পেয়ে আদালতে গর্ভে থাকা ভ্রণ হত্যার অভিযোগে থানার ওসি আরিফসহ একাধিক পুলিশসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করে সাজ্জাদের স্ত্রী শারমিন আকতার৷ 

সন্ত্রাসী সাজ্জাদ লাইভে আরও বলেন, ওসির বিরুদ্ধে তদন্ত করতে তিনি পুলিশ কমিশনারকে বলেছেন, বদলির কথাও বলেন। তার ছেলে মারা গেছে, সাজ্জাদের স্ত্রী ওসির বিরুদ্ধে হয়রানির মামলা করেছে। সেজন্য ওসি সব মামলায় সাজ্জাদের নাম ঢুকিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন। এসময় সাজ্জাদ এসবের বিরুদ্ধে বিএনপি নেতা আসলাম চৌধুরীর নাম একাধিকবার উল্লেখ করেন৷ সাজ্জাদের ভাষ্য আরেক শীর্ষ সন্ত্রাসী সরোয়ার প্রকাশ বাবলা'র ইন্ধনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা দেয়া হয়েছে৷ 

বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান বাংলাদেশ বুলেটিনকে জানান, ফেসবুক লাইভে এসে সাজ্জাদের হুমকির ঘটনায় থানায় জিডি করা হয়েছে। গত সোমবারও সাজ্জাদের সহযোগিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাজ্জাদের চাঁদাবাজি, অস্ত্রবাজি বন্ধে বায়েজিদ থানা পুলিশের কঠোর অবস্থানের কারণে পুলিশের বিরুদ্ধে মিথ্যাচার করছে এই সন্ত্রাসী।

ধরিয়ে দিতে আর্থিক পুরষ্কার ঘোষণা
৩০ জানুয়ারি সিএমপির পাঠানো এক বিশেষ বিজ্ঞপ্তিতে সন্ত্রাসী ছোট সাজ্জাদের অবস্থান সম্পর্কে তথ্য প্রদান করলে তথ্য দাতাতে আর্থিক পুরষ্কারের ঘোষনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোঃ সাজ্জাদ হোসেন৥ছোট সাজ্জাদ৥ বুড়ির নাতি সাজ্জাদ (২৫), পিতা- মোঃ জামাল, মাতা- রুনা বেগম, সাং- শিকারপুর, সোনা মিয়া সওদাগর বাড়ী, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রামকে আইনের আওতায় আনার জন্য যে/যারা উক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ সাজ্জাদ হোসেন৥ছোট সাজ্জাদ৥ বুড়ির নাতি সাজ্জাদ (২৫) এর অবস্থান সংক্রান্তে সঠিক তথ্য দিয়ে/গ্রেফতারে পুলিশকে সহায়তা করবে তাকে/তাদেরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কারে পুরস্কৃত করা হবে। 

উল্লেখ্য যে, সংবাদদাতার/তথ্যদাতার/গ্রেফতারে সহায়তাকারীর পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।

উল্লেখ্য, বুড়ির নাতি সাজ্জাদ থেকে ছোট সাজ্জাদ হিসেবে পরিচিত লাভ করা সাজ্জাদ অপরাধজগতে পা রেখে দিন দিন বেপরোয়া হয়ে ওঠেন সাজ্জাদ। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। গত বছরের ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরের মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন। 

গত ২৯ আগস্ট রাতে কুয়াইশ-অক্সিজেন সড়কে মো. আনিস (৩৮) ও মাসুদ কায়ছারকে (৩২) গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পৃথক মামলাতেই আসামি সাজ্জাদ। গত ১৮ সেপ্টেম্বর ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে নগরীর বায়েজিদ বোস্তামীর কালারপুল এলাকায় নির্মাণাধীন ভবনে গিয়ে প্রকাশ্যে গুলি চালান সাজ্জাদ। গত ২১ অক্টোবর চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকায় মাইক্রোবাসে এসে দিবালোকে গুলি করে আফতাব উদ্দিন তাহসীন (২৬) নামের এক ব্যবসায়ীকে হত্যা করে সাজ্জাদ। 

একের পর এক অপরাধ সংঘঠিত করলেও সাজ্জাদকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। একবার তাকে গ্রেপ্তার করতে গিয়ে উল্টো আহত হয়ে ফিরে আসতে হয়েছে পুলিশ বাহিনীকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত