মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
কোটালীপাড়ায় কবরস্থান থেকে ইউপি সদস্যসহ তিন কঙ্কাল চুরি
কোটালিপাড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২৮ PM
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কবরস্থান থেকে  ৩টি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামে অবস্থিত কবরস্থানে এ ঘটনা ঘটে। 

লাশের কঙ্কাল চুরির ঘটনা ছড়িয়ে পড়লে সকাল থেকে কবরস্থানে দাফনকৃত ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী কবরস্থানে ছুটে আসে।

আমতলী ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম মিয়া জানান, কবরস্থানের লাশের কঙ্কাল চুরির কথা শুনে কবরস্থানে এসে দেখি ৬টি কবর খোড়া রয়েছে। এর মধ্যে থেকে স্থানীয় সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী, চিত্রাপাড়া গ্রামের বায়েজিদ হোসেন ও চাঁদ মিয়ার লাশের কঙ্কাল পাওয়া যায়নি। অন্য ৩টি কবরের কঙ্কালের কিছু হাড় নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কান্নাজড়িত কন্ঠে সাবেক ইউপি সদস্য লিয়াকত আলীর মেয়ে সালমা খানম বলেন, আমার পিতা ১০ মাস আগে বার্ধক্যজনীত কারনে মারা যায়। মারা যাওয়ার পরে আমরা চিত্রাপাড়া কবরস্থানে তাকে দাফন করি । সে একজন ইউপি সদস্য ছিল। জীবনে তিনি কারো ক্ষতি করেনি। আজ সকালে খবর পাই কবরস্থান থেকে আমার পিতার লাশের কঙ্কাল চুরি হয়েছে। তাৎক্ষনিক কবরস্থানে ছুটে এসে আমরা দেখতে পাই বাবার কবর খোঁড়া। কবরের পাশেই কাফনের কাপড়, শরীরের চামড়া ও চুল দাঁড়ি পড়ে আছে। কঙ্কালের হাড়গুলো চোরেরা নিয়ে গেছে।

চিত্রাপাড়া কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম আবুল মুনসুর মুন্সী (মুনজু) বলেন, এ ঘটনা খুবই দুঃখজনক। এর আগে এই কবরস্থানে এ ধরণের ঘটনা ঘটেনি। এ ঘটনায় আমরা কোটালীপাড়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এখন পর্যন্ত এ ঘটনায় লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত