গাজীপুরের শ্রীপুরে অপারেশন ডেভিল হান্টে শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতিসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা আওয়ামীলীগের নেতা-কর্মী বলে জানা গেছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অপারেশন পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
শ্রীপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সূজন কুমার পন্ডিত জানান, গ্রেফতারকৃতরা হলো শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাজিম উদ্দিনের ছেলে মিলন আহমেদ (৪৫), কাওরাইদ ইউনিয়ন (৯ নং ওয়ার্ড) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃত আলফাজ উদ্দিনের ছেলে হালিম উদ্দিন (৬০), আওয়ামী লীগ কর্মী তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের আয়নাল হকের ছেলে মেহেদী হাসান বাপ্পি (২৮), ৬ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক ভাপতি টেংরা (দক্ষিণ পাড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে স্বপন শাজাহান (৩৮), উজিলাব গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে আহমদ হোসেন মোল্লা, মাটিয়াগাড়া গ্রামের আব্দুর রশিদ সিদ্দিকের ছেলে মজিবুর রহমান, বরমী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে আওয়ামী লীগ কর্মী সজিব (২৭), ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (২ নং ওয়ার্ড) লাকচতল গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আবু ইউসুফ (২৪), গোসিংগা ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি (৩ নং ওয়ার্ড) বাউনী মৃত হাফিজ উদ্দিনের ছেলে আব্দুল আল মামুন (৫৯), মাওনা ইউনিয়নের বেতজুরি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোয়াজ্জেম হোসেনসহ (৩৫) ১০ জনকে গ্রেফতার করা হয়।