বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডা. শফিকুর রহমান আগামী ১৪ ফেব্রুয়ারি নরসিংদীতে আগমন উপলক্ষ্যে সফল করার লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ বুধবার দুপুরে স্থানীয় গ্যালাক্সি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন হয়।
জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা আমীর মাওলানা মুসলেহুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী সেক্রোরি অধ্যাপক মকবুল হোসেন, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আমিরুল ইসলাম, জামায়াতের নেতা জাহাঙ্গীর আলম, আজিজুল রহমানসহ জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
আগামী শুক্রবার নরসিংদীর সাটিরপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে এ সম্মেলনে জানানো হয়।