রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
৩১ দফা বাস্তবায়নে শিবালয়ে বিএনপি নেতার লিফলেট বিতরণ
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৮ PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শিবালয়ে লিফলেট বিতরন করেছেন বিএনপির প্রয়াত মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের কনিষ্ঠ পুত্র বিএনপি নেতা খোন্দকার আকতার হামিদ পবন। এ উপলক্ষে মঙ্গলবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত পাশ্ববর্তী ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী ও শিবালয়ের টেপড়াসহ বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়। পরে, শিবালয়ের উথলী ইউনিয়নের চারিপাড়া হয়রত তোতা আল চিশতি পীর সাহেবের দরবার শরীফে ৪দিন ব্যাপী অনুষ্ঠিত ওরস মোবারকের ৩য় দিন মঙ্গলবার রাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা খোন্দকার আকতার হামিদ পবন। এ সময় শিবালয় উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ফারুক আহামেদ, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম ৭১ এর সভাপতি হারুন শেখ, সাধারন সম্পাদক ইবাদত হোসেন, যুগ্ন-সাধারন
সম্পাদক সুজন খলিফা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান, উলাইল ইউনিয়নের মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি রাসেল খানসহ বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার আকতার হামিদ পবন বলেন, বিএনপি জনগণের দল। তাই জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র উদ্দেশ্য। বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কনিষ্ঠ পুত্র আকতার হামিদ পবন বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপি হলো ভালো মানুষের দল। এই দলে সন্ত্রাসী, চাঁদাবাজদের কোনো স্থান নেই।

বিএনপি করতে হলে মানুষের সাথে সংযোগ রাখতে হবে। মানুষ যাকে ভালো না বাসবে, তার স্থান বিএনপিতে হবে না। তাই যারা সন্ত্রাস, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে, যারা মানুষের শান্তি নষ্ট করবে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। সাবধান হয়ে যান, অপকর্ম যারা করেন বা করার চেষ্টা করছেন, সেদিক থেকে ফিরে এসে মানুষের জন্য কাজ করুন। মানুষকে ভালোবাসুন। মানুষের ভালেবাসা অর্জন করতে পারলে তবেই আপনি বিএনপি নেতা হবেন। প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশ পুনগঠন ও সাধারণ মানুষের সেবা করার সুযোগ দানের আহবান জানান। এ সময় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তারুণ্যের প্রতীক বিএনপিভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত