রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৭ PM আপডেট: ১৫.০২.২০২৫ ১২:০৭ AM
ভূঞাপুরে বসন্তবরণ ও ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুর ও রেস্টুরেন্টে ভালোবাসা দিবসবিরোধী বিক্ষোভ করেছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়।

শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানাসংলগ্ন কলেজ রোডে মামা গিফট কর্নারে এ ভাঙচুর করা হয়। এ ছাড়া বিভিন্ন রেস্টুরেন্টে বিক্ষোভ করে তারা।

এমতাবস্থায় অস্থিতিশীল পরিস্থিতির কারণে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভূঞাপুরে উদীচীর বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

উদীচী ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান জানান, ভালোবাসা দিবসের বিভিন্ন ঘটনার কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বসন্তবরণের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে বসন্তবরণ অনুষ্ঠান করা হবে।
ভুক্তভোগী ফুলের দোকানদার আলম বলেন, ‘দোকানে ফুল বিক্রি করি দীর্ঘদিন ধরে। বিকালে কিছু লোকজন এসেই আক্রমণ চালিয়ে দোকানে ভাঙচুর করে। এসময় তারা ফুলগুলো রাস্তায় ফেলে দেয়। ভালোবাসা দিবসে কেন ফুল বিক্রি করছি সেটাই অপরাধ। আরেকটি দোকান ভেঙেছে তা-ও কিছু বলিনি। এর আগের দিন তারা নিষেধ করে গিয়েছিল।’

এছাড়াও নিরিবিলি ফুড কর্নারের ম্যানেজার আসাদ খান বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) একদল এসে ফাস্টফুড বন্ধ করার নির্দেশ দিয়েছিল। তখন তারা ফাস্টফুডে বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দিয়েছিল। ফলে বাধ্য হয়ে প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, ‘ভাঙচুরের বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি দেখব।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত