গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে মরিয়ম আক্তার তারিন (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে বনমালা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারিন টঙ্গীর বনমাল এলাকার আলামিন জাফরুলের স্ত্রী।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে রংপুরগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বনমালা রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তারিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।