মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বরিশালে বকেয়া বেতন-ভাতার দাবিতে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৫ PM
আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, নব্য স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাঁই নাই- এই স্লোগান নিয়ে বকেয়া বেতন-ভাতার পাওয়ার দাবিতে বরিশাল জেলার ১২ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিংয়ে নিয়োগকৃত কর্মচারীবৃন্দরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে জেলার সকল স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং কর্মচারীবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৬৪ জন আউটসোর্সিং কর্মচারীর পক্ষে জাবেদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

মানববন্ধনে বক্তারা তাদের দাবি গুলো তুলে ধরে বলেন, “গালফ সিকিউরিটি সার্ভিস লিমিটেড কর্তৃক নিয়োগ পেয়ে বরিশাল জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ৪র্থ শ্রেণীর বিভিন্ন পদে কর্মরত আছি।

শুধু তাই নয় করোনাকালীন সময় আমরা প্রাণের বাজি রেখে রোগীদের সেবা প্রদানে সহযোগিতা করে আসছি। তার পরেও আমরা জেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং কর্মচারীরা দীর্ঘ ১৬ মাস ধরে বেতন পাচ্ছি না। তাই বকেয়া বেতন সহ চলতি মাসের বেতন পাওয়ার দাবি জানাচ্ছি।

বক্তারা আরো বলেন, বর্তমান প্রেক্ষাপটে কর্মরত কাউকে চাকরিচ্যুত করা যাবে না এবং টেন্ডারের জটিলতা নিরাময় অনিয়ম দুর্নীতি বন্ধ করতে হবে এবং ২৪ মাসের বকেয়া বেতন পরিশোধ করাসহ বিভিন্ন দাবি জানিয়েছেন।

ভুক্তভোগীর কর্মচারীরা জানান, বিগত ১৬ মাস ধরে জেলায় দায়িত্ব পালন করলেও কোনো ধরনের বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। এতে পরিবার নিয়ে ঋণ করে দৈনন্দিন ব্যয় চালাতে হচ্ছে ৬৪ জন আউটসোর্সিং কর্মচারীকে।

দীর্ঘ দিন বাসা ভাড়া দিতে না পারায় বাসা ছাড়ার নোটিশও পেয়েছেন অনেকে। এ বিষয়ে বারবার সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের দ্বারস্থ হলেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা।

একই দাবিতে এর আগে স্বাস্থ্য সচিব, বরিশাল সিভিল সার্জন, গালফ সিকিউরিটি প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও কলকারখানা সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকতার কাছে স্মারকলিপি দিয়েও কোনো সমাধান হয়নি। তাই বকেয়া বেতনের পাওয়ার দাবিতে আজ রাস্তায় নেমেছে তারা।

মানববন্ধনে বরিশাল জেলার ১২ উপজেলার আউটসোর্সিং ৬৪ জন কর্মচারী অংশ গ্রহণ করেন। এছাড়া শীঘ্রই বকেয়া বেতন পরিশোধ করাসহ নিয়মিত বেতন-ভাতা প্রদান করা না হলে – পরিবার নিয়ে সড়কে অবস্থান করে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত