বগুড়ায় জামিনে মুক্তি পাওয়ার পর বাড়ি ফেরার পথে আবারও গ্রেপ্তার হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মাহফুজা খানম লিপি (৪৫)।
আজ শনিবার সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, উচ্চ আদালতের আদেশে গতকাল শুক্রবার বিকেলে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান মাহফুজা খানম লিপি। তবে বাড়ি ফেরার পথে শহরের সাতমাথা এলাকা থেকে তাকে আবারও গ্রেপ্তার করে সদর থানার পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, মাহফুজা খানম লিপি ও তার স্বামী আবু সুফিয়ান সফিক (৫২), যিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গত ১৮ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার হন। তাদের বিরুদ্ধে সদর থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।
সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় শুক্রবার বিকেলে কারাগার থেকে মুক্ত হন মাহফুজা খানম লিপি। তবে তদন্তের ভিত্তিতে সদর থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টার মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি এস এম মঈনুদ্দিন।