রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
তৌহিদি জনতার লিফলেট বিতরণের পর স্থগিত হলো ‘ঘুড়ি উৎসব’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৯ PM আপডেট: ১৫.০২.২০২৫ ৯:৫০ PM
গতকালই বসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে ফুল বিক্রি করায় টাঙ্গাইলের ভূঞাপুরে দোকানে ভাঙচুর চালানো হয়। এবার পাশের উপজেলা গোপালপুরে তৌহিদি জনতার ‘উৎসববিরোধী লিফলেট’ বিতরণের কারণে স্থানীয় একটি ঘুড়ি উৎসব স্থগিত করা হয়েছে। 

জানা যায়, আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে গোপালপুর উপজেলার নলীন বাজারের পশ্চিম পাশে যমুনা নদীর চরে এ উৎসব হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল শুক্রবার ওই এলাকায় উৎসববিরোধী একটি লিফলেট বিতরণের পর সেটি স্থগিত হয়ে যায়। 

আয়োজকরা জানান, উৎসববিরোধী ওই লিফলেট পাওয়ার পরও তারা ঘুড়ি উৎসব বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছিলেন। কিন্তু ভূঞাপুরে ফুলের দোকানে হামলার ঘটনার পর উৎসব না করার ব্যাপারে সিদ্ধান্ত নেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারা।
গত বছরের ঘুড়ি উৎসবের ছবি

গত বছরের ঘুড়ি উৎসবের ছবি

ঘুড়ি উৎসবের সংগঠক মুক্তিযোদ্ধা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জু আনোয়ারা ময়না বলেন, প্রতি বছর উৎসবে বিভিন্ন অঞ্চল থেকে তিন থেকে চার শতাধিক শিক্ষার্থী ও তরুণ ঘুড়ি ওড়াতে উৎসবে আসেন। এ উপলক্ষে সেখানে লোকজ গানের আয়োজন করা হয়। এবার ঘুড়ি উৎসবের বিরোধিতা করে শুক্রবার বিকালে লিফলেট বিতরণ করা হয়েছে। এর আগে এমন ঘটনা কখনও ঘটেনি। তবে শুক্রবার ভূঞাপুরে ফুলের দোকানে ভাঙচুরের ঘটনার পর আতঙ্কে ঘুড়ি উৎসব স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি আমরা।

তিনি আরও বলেন, বিষয়টি জানার পর আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি আমাকে ফোন করেন। তাদের পক্ষ থেকে উৎসব করার জন্য বলা হলেও চলমান পরিস্থিতিতে ঘুড়ি উৎসব আয়োজন করা নিরাপদ মনে করছি না। তাই আপাতত উৎসবটি স্থগিত রেখেছি।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, বিষয়টি জানার পর আয়োজক কমিটির সঙ্গে কথা বলেছি আমরা। তাদের ঘুড়ি উৎসব উদযাপনের জন্য বলেছি এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি। কিন্তু আয়োজক কমিটি আপাতত ঘুড়ি উৎসবটি স্থগিত রেখেছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত